পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম কুরআন হাফেজ ছাত্রদের রাজকীয়ভাবে ঘোড়ার গাড়িতে চড়ে "মনের ইচ্ছে পূরণ" ক্বেরাত ও গজল প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২ মে (শুক্রবার) বিকালে নাহার পার্ক এন্ড রিসোর্ট হল রুমে মনোরম পরিবেশে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন খলিফা-এ-দরবারে ফারুকী ইংল্যান্ড ও চন্দনাইশ প্রেসক্লাবের আহ্বায়ক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহা. মোজাহেরুল কাদের (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন ইফাজ কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মুহা. জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রামের মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল নুর, নাহার পার্ক এন্ড রিসোর্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, আশফাক কসমেটিক এন্ড সেন্টারের পরিচালক ও ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের সহ-সভাপতি ইমাম উদ্দিন আশফাক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইব্রাহীম সহ বিভিন্ন মাদ্রাসার আলেম- ওলামা, হাফেজ, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক, এবং ক্বেরাত ও গজল প্রতিযোগিতা এ গ্রুপ ও বি গ্রুপ ভাগকরে বিচারকের নাম্বারের মাধ্যমে ১ম, ২য়, ও ৩য় জনকে পুরস্কার, ক্রেস্ট, পার্কে ফ্রিতে ঘুরাঘুরি খাওয়া-দাওয়া সর্বমোট ১২ জনকে নগদ ৫"শ টাকাসহ প্রতিজনকে এক সেট পাঞ্জাবি পায়জামা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত