চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় পৌর প্রশাসনের আদেশ অমান্য করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম গোবিন্দারখীল জামে মসজিদের পিছনে ইমারত নির্মাণ ও বিল্ডিং কোড অমান্য করে মরহুম আবদুল লতিফ এর ছেলে মোহাম্মদ আলী পাকা গৃহ নির্মাণ করছেন বলে এলাকাবাসী পটিয়া পৌর কতৃপক্ষের বরাবরে প্রতিকার প্রার্থনা করে লিখিত
অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সুএে জানায় যায়,
এলাকাবাসীর অভিযোগের
পরিপেক্ষিতে পটিয়া পৌরসভা নির্বাহী
প্রকৌশলী দুইবার নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং
নিয়মের বাইরে বর্দ্বিত অংশ ভেঙে পেলার নির্দেশ দিলেও
পৌর কতৃপক্ষের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে এলাকার লোকজন অভিযোগ তুলেন গৃহ নির্মাণকারী মোহাম্মদ আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
দুই দফা নোটিশ দেওয়া হয়। গত ১০/০৪/২৫ ইং ও ০৭/০৫/ ২০২৫ ইং পটিয়া পৌরসভা নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেন নির্মাণ কাজ বন্ধ রেখে আগামী ৫ দিনের মধ্যে অনুমোদন বহির্ভূত অংশ ভেঙে ফেলার আদেশ দেন অন্যতাই নকশা বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেন।
নোটিশ দেওয়ার বিষয়টি সত্যিতা নিশ্চিত করেন পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। এলাকাবাসী বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বর্তমানে পৌর কতৃপক্ষের আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যহত রেখেছেন বলে এলাকার লোকজনের অভিযোগ।