পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়ায় কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির উদ্যােগে নকল, ভেজাল ওষুধ ও এন্টিবায়োটিক এর
অপব্যাবহার রোদে এক সেমিনার ৩০ এপ্রিল বুধবার দুপুরে নাহার পার্ক
অডিটোরিয়ামে সমিতির সভাপতি জয়দেব বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এমআরপি বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ আনিস উদ্দিন এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ
বাদল শিকদার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদ হাসান, শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয় দক্ত বড়ুয়া, পটিয়া থানার ওসি তদন্ত আতাউর রহমান,
নাহার পার্ক এন্ড রিসোর্ট চেয়ারম্যান ইন্জিনিয়ার জসিম উদ্দিন জনি, সংগঠনের উপদেষ্টা আবদুর রাজ্জাক, খোরশেদ আলম, শেখ আহমদ, অলক দাশ, মোহাম্মদ ফোরকান প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ওষুধ নীতি এমআরপি বাস্তবায়ন করতে আহবান জানিয়ে বলেন, সাধারণ মানুষের পক্ষে ভেজাল, নকল বা নিম্নমানের ওষুধ চেনা খুবই দুরূহ,ওষুধের দোকানে কর্মরত কর্মচারীরা যেটি সহজেই শনাক্ত করতে পারেন সেটি বিক্রি করেন। ফার্মেসী মালিক ও ওষুধ প্রশাসনকে আরোও জোরালো ভুমিকা রাখতে হবে।
সে কারণে সকলের উচিত যথাসম্ভব ফার্মেসি’ থেকে ওষুধ ক্রয় করা। কারণ এই দুই ধরনের প্রতিষ্ঠান প্রশাসনের বিশেষ তদারকির অন্তর্ভুক্ত। সাধারণ জনগণের পক্ষে কোনো ক্রমেই ভেজাল ও নকল ওষুধ শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভবপর নয়। এটি করতে হবে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের।