চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামে পটিয়ায় উচ্ছেদ আতংকে ভুগছেন আবদুল মন্নান রানা নামে এক দোকানদার। সে ৩৫/৪০ বছর যাবত পটিয়া পোস্ট অফিস মোড় শাহ আমির মিষ্টি মুখ ও কনফেশনারী মক্কা (বেকারি) করে আসছিল। একটি ভুমি দুস্য চক্র আবদুল মন্নান রানাকে দোকান থেকে উচ্ছেদ করতে বিগত কয়েকবছর যাবত চেষ্টা চালাচ্ছে বলে আবদুল মন্নান রানা'র অভিযোগ। এর ধারাবাহিকতা ৩ এপ্রিল ও ১৬ এপ্রিল দুপুরে জোরপুর্বক দোকানে প্রবেশ করে উচ্ছেদ চেষ্টা করে। সম্পুর্ন অন্যায়ভাবে দোকান থেকে উচ্ছেদ চেষ্টা আবদুল মন্নান রানা'র পক্ষে তার স্ত্রী পারভীন আকতার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর মামলা নং ৩৭৫/২৫ ইং দায়ে করে। আবদুল মন্নান রানা জানান, বৈদ কাগজ পএ ও পৌরসভার ট্রেড লাইসেন্স, দোকান গৃহ ভাড়া চুক্তি নামা সঠিক থাকার পরেও বিগত সরকার দুসর চক্র আমাকে উচ্ছেদ চেষ্টা করছে এবং নানান ধরনের হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছে। বিষয়টি নিয়ে আমি আদালত মামলা করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে ঐ চক্রটি, আমি আশাবাদী আদালতের মাধ্যমে আমি ন্যায় বিচার পাব। তিনি এ বিষয়ে উর্ধতন পুলিশ প্রশাসন সহ এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা করেন। বর্তমানে দোকানটি আবদুল মন্নান রানা'র দখলে থেকেও চালু রয়েছে। যেকোনো সময় তাকে উচ্ছেদ আতংক ভুগছেন রানা জানান।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত