উপ-সম্পাদক তোতা মিয়া
এক সময় প্রবাদে ছিলো গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ এক কথায় মাছে ভাতে বাঙালি। কিন্তু কালের পরিবর্তনে এখন সে গুলো শুধুই স্বপ্নের কথা। এক সময় যেখানে পুকুর ছিলো মানুষ মাছ ধরছিল এখন সেখানে বিশাল বাস ভবন। এভাবেই একটু একটু করে খাল,বিল,নদী,নালা, পুকুর ভরাট করে গর্জে উঠেছে বাসস্থান বেড়েছে মানুষের সংখ্যা। মাঝেমধ্যে দেখা মিলে কোথাও যদি একটু খাল বা পুকুর রয়েছে পানি নিষ্কাশন করে মাছ ধরছে তো দেখাগেছে মাছের চেয়ে মানুষ বেশি। আজ থেকে প্রায় ৩৫ বছর পুর্বে আমরা দেখেছি আমাদের অতি পরিচিত করতোয়া নদীর উপর দিয়ে বয়ে যাওয়া লোহার সেতু'র উপরে দাঁড়িয়ে দেখা গেছিল নদীতে সাড়ি বেঁধে যাচ্ছে, আইর মাছ, ঠোনা মাছ,আইচেং,ভাংনা,চিলি, বাঁশপাতালি,কালবাউস,ভোদোর,ষোল,বোয়াল,রুই,কাতলা সহ টেংরা পুঠি তো আছেই। কিন্তু সেই দিন আজ কথায়। এখন নদীতে বর্ষা কালে হাঁটু পানি, এখন আমরা কি খাচ্ছি পুকুরে চাষ করা হাইব্রিড জাতের বিষাক্ত কেমিক্যাল দিয়ে চাষ করা মাছ যা খেলে দেখা দেয় শরীরের নানান রোগ। এছাড়াও মাছ ব্যবসায়ী দের ফর্মালিন সহ বিভিন্ন সিন্ডিকেট তো আছেই।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত