পঞ্চগড় জেলা প্রশাসক জনাব মো. সাবেত আলী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় ডিসি সম্মেলনে মাননীয় প্রধান উপদেষ্টার সম্মুখে বক্তব্য প্রদানকালে যেসব কথা তুলে ধরেন। তা হল পঞ্চগড় মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ সম্পন্ন, পঞ্চগড় চিনিকল পুনরায় চালু ও বেকারত্ব দূরীকরণ নিমিত্ত শিল্প প্রতিষ্ঠার কথা গুলো তুলে ধরেন, জেলা প্রশাসক মহোদয়, পঞ্চগড়ের উল্লেখিত দাবিসমূহ পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের।
জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত বিনয় ও সম্মানের সাথে মাননীয় প্রধান উপদেশটাকে স্মরণ করিয়ে দেন যে, যদি পঞ্চগড়ে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়, তাহলে পঞ্চগড় বাসী মাননীয় প্রধান উপদেষ্টাকে চিরদিন কৃতজ্ঞতা ও পরম সম্মানের সাথে স্মরণ করবে। জেলা প্রশাসক মহোদয়ের এ বক্তব্যে আরো বলেন পঞ্চগড় বাসীর প্রাণের কথা, এরকম একটা উচ্চপর্যায়ের ফোরামে পঞ্চগড়বাসীর প্রত্যাশা গুলো তুলে ধরে জেলা প্রশাসক মহোদয় তার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, এতে কোন সন্দেহ নেই।
জেলা প্রশাসক মহোদয়ের এই জনবান্ধব বক্তব্য দৃঢ়তার সাথে বলার জন্য পঞ্চগড়ের প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছে।
শুধু তাই নয় এসব কাজ বাস্তবায়ন হলে পঞ্চগড়ের বেকার মানুষ গুলোর পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে আগের মত দিন কাটবে এটাই তাদের আশা প্রত্যাশা, এমন আশায় বুক বেঁধে আছেন পঞ্চগড় বাসী।
বিশেষ করে পঞ্চগড়ের ভারি শিল্প চিনি কলটি পুনরায় চালু হলে পঞ্চগড়ের যেসব শ্রমিক পরিবার কষ্টে জীবন যাপন করছেন তারা খুঁজে পাবে নতুন ভাবে সুন্দর জীবন, দূর হবে অভাব অনটন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত