নিজস্ব প্রতিবেদক পঞ্চগড় সদর উপজেলা সরর্দারপাড়া গ্রামের বিরল প্রজাতির একটি নীল গাই দেখতে পান স্থানীয়রা।
আজ রবিবার ১১ মে দূপুর ১২ টার সময় স্থানীয় এলাকাবাসী নীল গাইটিকে আটক করে বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে নীল গাই টিকে পঞ্চগড় সদর উপজেলা বন বিভাগে নিয়ে আসে এবং প্রাণী সম্পদ অফিসে খবর দেয় এবং প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা নীল গাই টিকে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা বন বিভাগের বীট কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন বলেন নীল গাইটি তারকাটা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এমনটি ধারণা করা হচ্ছে।
বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে, এবং প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে নীল গাইটি সুস্থ হলে বিধি অনুযায়ী আমরা ঢাকা বন বিভাগের কাছে হস্তান্তর করব।
এ সময় নীল গাই টিকে চিকিৎসা দেওয়া প্রাণী সম্পদ অফিসে ভ্যাটেনারি ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ রেজাউল করিম বলেন নীল গাই টি দেখে মনে হলো এটা প্রায় ৬/৭ দিন আগে থেকেই অসুস্থ, নীল গাইটির শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে, পায়ে পোকা হয়েছে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি বর্তমানে অনেক সুস্থ আছে।