1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ডেউয়া ফল বিলুপ্তি নিয়ে মানুষের মনের আকুতি প্রকাশ,

উপসম্পাদক পঞ্চগড়,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে এক সময় ডেউয়া ফল প্রচুর পরিমাণে পাওয়া যেত, কালের পরিবর্তনে এখন ডেউয়া খুঁজে পাওয়া ভার। এক সময় দেখা গেছে মা চাচিরা এই ডেউয়া ফল ভর্তা করে খেতেন। এছাড়াও যেখানে সেখানে ডেউয়া ফল অযত্নে পড়ে থাকতেও দেখা গেছে। কিন্তু এখন এই ডেউয়া ফল টাকা দিয়ে কিনতেও পাওয়া যায় না, গতকাল বুধবার পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের ডাবল ভাঙ্গা গ্রামের সুদীপ চন্দ্র বর্মন এর বাসায় হঠাৎ চোখে পড়ে ডেউয়া ফল। ডেউয়া ফল খানিকটা ভেতরের অংশ কাঁঠালের মত। এটা খেতে টক মিষ্টি, অনেক বয়স্ক মুরুব্বিরা বলছে ডেউয়া ফল শরীরের অনেক উপকারে আসে। বর্তমান বাজারে ফল বিক্রেতারা অনেক ধরনের ফল বিক্রি করে থাকে কিন্তু কেউয়া ফল তাদের কাছে পাওয়া যায় না। অকারণে এসব ফলের গাছ বিলুপ্তি হয়ে গেছে। সুধীর চন্দ্র বর্মন, বলেন একসময় সুপারি না থাকলে ডেউয়া গাছের ছাল দিয়ে অনেকেই পান খেত। ডেউয়া ফলের গাছ এখন খুঁজে পাওয়া ভার এই ফলের গাছ বেশিরভাগে ঝাড় জঙ্গলে হয়ে থাকে কালের পরিবর্তনে ঝার জঙ্গল কেটে ফেলার কারণে এখন ডেউয়া গাছ বিলুপ্তি হয়ে গেছে। তবে নার্সারি গুলোতে এই ফলের গাছ সংগ্রহ করা প্রয়োজন বলে ধারণা করছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত