পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পরে চার বিচারকের অপসারণ হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন এরা হলেন জেলা দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা।
এই চার বিচারক এখনো নিয়োগ বাণিজ্য সহ নানান অনিয়ম করেই যাচ্ছে।
রবিবার ২৬শে জানুয়ারি ২০২৫ দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ব্যানার হাতে চার বিচারকের অপসারণের দাবি তুলে ধরেন।
এ সময় তারা আদালতের চতুর্পাশের গেটে তালা ঝুলিয়ে এরাও করে রাখেন। এবং তাদের আন্দোলন চালিয়ে যায়।
অবশেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, প্রায় সন্ধ্যা ৭:৩০ মিনিট এর সময় আদালত চত্বরে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারি সিদ্ধান্ত হতে কিছুটা সময় লাগে, তবে প্রক্রিয়া শুরু হয়েছে সিদ্ধান্তটা আইন মন্ত্রণালয়ে সামারি হয়ে মাননীয় প্রধান বিচারপতি বরাবরে যায়। এবং সিদ্ধান্ত হল অভিযোগ ওঠা চারজন বিচারক আগামীকাল থেকে পঞ্চগড় আদালতে কোন বিচারকার্য পরিচালনা করবে না,
তারা এখান থেকে চলে যাবেন।
আর আপনাদের যেসব অভিযোগ রয়েছে তা লিখিত আকারে আমার কাছে পাঠিয়ে দিবেন। আমি সেগুলো মাননীয় প্রধান বিচারপতির বরাবরে পাঠাবো।
পঞ্চগড় জেলা প্রশাসক এর ঘোষণারপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
আনন্দ মিছিল করতে করতে আদালত চত্বর ত্যাগ করেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত