উপসম্পাদক পঞ্চগড়
পঞ্চগড়ে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। (৭ মে ২০২৫ বুধবার) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন বক্তারা বক্তব্যে বলেন, এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি। তিনি একজন নিরপরাধ রাজনীতিবিদ, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। এখনো আমরা বৈষম্যের শিকার হচ্ছি। গণঅভ্যুত্থানের পরে আওয়ালী লীগ শাসন আমলের সময় কারাবন্দিরা অনেকে মুক্তি পেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেয়া হচ্ছে না। বৃহস্পতিবারের মধ্যে তাকে মুক্তি দেয়ার দাবি জানান তারা। অন্যথায় তার মুক্তি না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর নেতারা।