পঞ্চগড়ে নামাজ পড়া অবস্থায় অরিনা বেগম (৪৫) নামে এক মহিলা কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলা কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। সে সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় তার স্বামী কালিয়াগঞ্জ বাজারে ছিলেন। রাতে আবুল কালাম বাড়ি ফিরলে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন।
জানা যায় নিহত অরিনার ছেলে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত