উপ-সম্পাদক তোতা মিয়া
পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের সাঁওতাল বস্তির বাসিন্দা ৪ সন্তানের পিতা বিমল হাস্তা (৩৫), নামের এক উপজাতি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়
(১৬ মে শুক্রবার) আনুমানিক সকাল ৮ টার সময় বিমল হাসতার স্ত্রী চিন্তামণি ঘরের ভেতর থেকে দরজা আটকানো দেখে ডাকাডাকি করে কোন সারা না পাওয়াই জানালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে দেখে বিমল হাসতা ঘরের সরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এমন তা অবস্থায়
চিন্তামণি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে বিমল হাসতার ঝুলন্ত মরোদেহ ঘরের সর থেকে নামিয়ে দেখে বিমল হাসতা মারা গেছে।
এদিকে বিমল হাসতা এর মৃত্যুর কথা শুনে এলাকার লোকজন তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমায় এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বিমল হাসতা গলায় ফাস দিয়ে মারা যাওয়ার কথা শুনে তাৎক্ষণিক ঘটনার স্থানে গ্রাম পুলিশ পাঠায়।
এদিকে বিকেল ৪ টার সময় পঞ্চগড় সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিমল হাসতার মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল পরীক্ষা করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান।
এ বিষয়ে থানায় একটি
(ইউ, ডি) মামলা হয়েছে।