1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে এক উপজাতি ব্যক্তির গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা 

উপ-সম্পাদক তোতা মিয়া 
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

উপ-সম্পাদক তোতা মিয়া 
পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের সাঁওতাল বস্তির বাসিন্দা ৪ সন্তানের পিতা বিমল হাস্তা (৩৫), নামের এক  উপজাতি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়

(১৬ মে শুক্রবার)  আনুমানিক সকাল ৮ টার সময় বিমল হাসতার  স্ত্রী চিন্তামণি ঘরের ভেতর থেকে দরজা আটকানো দেখে ডাকাডাকি করে কোন সারা না পাওয়াই জানালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে দেখে বিমল হাসতা ঘরের সরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এমন তা অবস্থায়

 চিন্তামণি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে বিমল হাসতার ঝুলন্ত মরোদেহ ঘরের সর থেকে নামিয়ে দেখে বিমল হাসতা মারা গেছে। 

এদিকে বিমল হাসতা এর মৃত্যুর কথা শুনে এলাকার লোকজন তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমায় এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বিমল হাসতা  গলায় ফাস  দিয়ে মারা যাওয়ার কথা শুনে তাৎক্ষণিক ঘটনার স্থানে  গ্রাম পুলিশ পাঠায়। 

এদিকে বিকেল ৪ টার সময় পঞ্চগড় সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিমল হাসতার মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল পরীক্ষা করে ময়না তদন্তের জন্য  মর্গে পাঠানো হবে বলে জানান পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান। 

এ বিষয়ে থানায়  একটি

 (ইউ, ডি) মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট