1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

পঞ্চগড়ে আপেল কুলের বাম্পার ফলন বাগান মালিকের মুখে হাসি 

উপ-সম্পাদক মোঃ তোতা মিয়া পঞ্চগড় 
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের পাইকানি গ্ৰামে মনিরের বাগানে থোকায় থোকায় ঝুলছে মিষ্টি আপেল কুল বড়ই। আপেল কুল বড়ই দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক সুস্বাদু মিষ্টি, কুল বাগানের মালিক মনির হোসেন বলেন গত ৫ বছর পুর্বে শখ করে ১ বিঘা জমিতে আপেল কুলের চাড়া রোপন করেছেন। ফলন ভালো হওয়ায় আমি বড়ই খেয়েদেয়ে বিক্রি করে লাভবান হয়েছি  তিনি আরো আমার দেখাদেখি আরো অনেকেই এই জাতের কুল বড়ই বানিজ্যিক ভাবে চাষ করে লাভবান হয়েছেন। মনির বলেন কুল বাগানে তেমন খরচ করতে হয় না। কুল গাছ বেশি  বড় হয়ে গেলে একটু কেটে দিলে ওখন থেকে টেকা দিয়ে আরো দীগুন বড়ই ফলে। শুধু ফুল আসলে একটা এসপ্রে করে দিলেই যথেষ্ট। কুল বড়ই একটি লাভজনক ফসল। এই কুল বড়ই আবাদ যে কোনো পরিত্যক্ত জমিতে করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট