1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

নিয়ামতপুরে ভটভটি তে চাপা পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত,আহত আরে ১০

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে চাপা পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয়েছেন আরও ১০জন। সোমবার ৮জুলাই দুপুরে নিয়ামতপুর উপজেলার টিএলবি-সাংশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয় মৃত ব্যক্তিরা হল। উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের গরু ব্যবসায়ী মৃত সমশের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) কিছুক্ষণ পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত বলে সংবাদ পওয়া যায় একই এলাকার চৌরাপাড়া গ্রামের তরিকুল হকের ছেলে শামীম রেজা (৩০)এছাড়াও এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এদের ৭ জনের অবস্থা গুরুতর অবস্থা হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও আরো কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। দূর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ।
জানা যায়, ভটভটিতে ১০ জন আরোহী ছিলেন। এরা সকলেই গরু ব্যবসায়ী,এরা গরু কেনার উদ্দেশ্যে ওই ভটভটিতে করে ছাতড়া হাটে যাচ্ছিলো।রাস্তার বাঁকে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি টি উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ভটভটি টি নিয়ামতপুর টু টিএলবি সড়কের সাংশইল ব্রিজ এলাকার বাঁকে পৌঁছলে ভটভটি টি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে এতে গাড়ির নিচে চাপা পড়েন শরিফুল ইসলাম এবং ঘটনাস্থলেয় নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা আফরোজ বলেন, দূর্ঘটনা কবলিত ৮/১০ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। এদের মধ্যে একজনের (শামীম) অবস্থা ছিল আশংকাজনক। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। আর প্রাথমিক চিকিৎসার পর ৮/জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ জানান এ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সড়ক দূর্ঘটনায় মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্ত করা হয়।
৮/জুলাই/২০২৪ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট