গাজীপুরের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, টেক জেনারেশন স্কোয়াট (টিজিএস) নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিক ও উপজেলার কর্মকর্তাদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বুধবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ উপস্থিত সকলের সাথে ইংরেজী নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাদিম হোসেন, শামিমা আক্ত প্রমূখ।
এ সময় অন্যন্যের মাঝে কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক সামসুল হক জুয়েল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক গাজী রোকন, সদস্য মো. পনির খন্দকার, মো. লোকমান হোসেন পনির, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, সাংবাদিক মো. ওমর আলী মোল্লা ও রিয়াদ হোসেন সহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় টেক জেনারেশন স্কোয়াট (টিজিএস) নেতৃবৃন্দ মাটির ব্যাংক প্রকল্পের উদ্বোধন করে উপজেলার সকল কর্মকর্তা, সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মাটির ব্যাংক প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত