চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের পিতা নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ মাওলানা আব্দুল মান্নান (৯০) মৃত্যুবরণ করেছেন।
তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তার ইন্তেকালে নাচোলের সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। শনিবার এশার নামাজের পর নাচোল দিঘিপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।