চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের এমএলএসএস জিয়াউর রহমান (তফসির) এক ব্যাক্তির নিকট পুকুর লীজ নিয়ে মাছ ব্যবসার নামে চেক প্রদান করে ১লাখ ৩১হাজার ৫’শটাকা নিলে টাকা না দেয়ার জন্য বিভিন্ন ভাবে প্রতারনার আশ্রয় নিয়েছে। পাওনারদার নাচোল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের আমিরুল ইসলাম ছেলে পলাশ সাংবাদিকদের জানিয়েছেন। আইনী প্রক্রিয়া মাধ্যমে পলাশ প্রতারক জিয়াউর রহমানকে একটি উকিল নোটিশও প্রদান করেন। পলাশ জানান জিয়াউর ১৮/১১/২৪ইং তারিখে জিয়াউর রহমান নামীয় এনআরবিসি ব্যাংক নাচোল শাখার হিসাব নং-৭০৭২১০১০০০০৯২৯ এর চেক পাতা নং-৩৭৭৭১৫৬৮তে ১লাক ৩১হাজার ৫’শ টাকা নিজ হাতে লিখে স্বাক্ষর করেন দেন। সেই চেক পলাশ তার নিজ একাউন্ট এক্সিম ব্যাংক নাচোল শাখা সাবমিট করলে পেমেন্ট স্টপ থাকায় ব্যাংক কর্তৃক ২৫/১১/২০২৪ইং চেক ডিজঅর্নার সার্টিফিকেট প্রদান করেন। প্রেক্ষিতে পলাশ প্রতারক জিয়াউরকে একটি ১০/১২/২৪ তারিখে একটি উকিল নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির পর জিয়াউর উকিল নোটিশের মাধ্যমে জানান জবাবে জানাই পলা কে কোন ধরনে চেক প্রদান করা হয়নি। উল্লিখিত চেকের পাতাটি হারিয়ে যায় মর্মে গত ০১/৯/২০২৪ তারিখে থানায় জিডি করেন। জিডি নং-১৭। পলাশ বলেন, এবিষয়ে স্থানীয় ভাবে কয়েকবার আপোষ মিমাংশা করার লক্ষে শালিশ বসা হয়। সেখানে তিনি টাকা ফেরত দিবে মর্মে শালিশদারদের জানায়। পরবর্তীতে প্রতারনার উদ্দেশ্য এই কুট কৌশল অবলম্বন করেছে। জিয়াউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।