চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেনসহকারী কমিশনার (ভূমি)সুলাতানা রাজিয়া, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম, নাচোল থানার প্রতিনিধি এসআই আলমগীর হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, আব্দুল কাদের জিলানী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, এটিও আব্দুল মান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা সুফিয়া খাতুনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক প্রমূখ। আলোচনাসভায় বিভিন্ন অপরাধীদের সনাক্ত করতে পৌর এলাকাসহ নাচোল উপজেলার গুরুত্বপূর্ন এলাকা মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো সিন্ধান্ত নেয়া হয়। এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাইকারীদের উপদ্রপ ঠেকাতে ও মোবাইল ফোনে চাঁদাবাজি রোধে সর্বসাধারণকে সতর্ক থাকতে বলেন। বাসস্ট্যান্ড মোড়ে যানজট নিরশনের জন্য পৌর ট্রাফিকের পাশাপাশি ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন বিষয়ে সিন্ধান্ত হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত