নাটোরের নলডাঙ্গায় পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে রফিক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক হোসেন উপজেলার মাধনগরের ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মাধনগর রেলস্টেশনের মাস্টার মো.ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেন মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করলে ট্রেনের নিচে কাটা পড়েন রফিক। ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। রফিক মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত