1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার ৷

জাহাঙ্গীর আলম জামালপুরঃ
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুরঃ
জামালপুরে সদর উপজেলা নরুন্দি ইউনিয়নে তাজপুর গ্রাম হতে কাঠ গাছের বাগানে রাতে আধারে জুয়া খেলা সময় পুলিশের হাতে ৭ জুয়াড়ি আটক (৫ মে) মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

জামালপুর সদর উপজেলা নরুন্দি ইউনিয়নের তাজপুরর গ্রামের হরি বাবুর মালিকানাধীন নানা রকমের ফল ও কাঠ গাছে বাগানে রাতের আধারে টর্চলাইট জ্বালিয়ে জুয়া খেলার আসর বসে, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওবাইদুল হকের দিকনির্দেশনায় এস আই আশরাফ নেতৃত্বে এএসআই হালিমও এএসআই উদয় কুমার চক্রবর্তী সঙ্গীও ফোর্স নিয়ে জুয়ার আসরে বিশেষ অভিযান পরিচালনা করে। হাতেনাতে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর সদর উপজেলার কোচনধরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৫), পশ্চিম কোচনধরা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ছাবেদ আলী খাঁজা (৪৯), তাজপুর গ্রামের ইয়াকুব আলী ছেলে মঞ্জুরুল হক (৩৮), শ্রীবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান (৩৮), বেলবেলিয়া গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে আজিজুল হক (৫৫), কোচনধরা পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফরহাদ আলী (৪২), মোহনপুর নয়াপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিন মিস্ত্রির ছেলে হেলাল উদ্দিন মিস্ত্রি (৫৫)। এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সাত জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট