1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

নরসিংদী রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি 24
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানায়, রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দেওয়া হয়। সকাল পৌনে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এসআই শহিদুল্লা বলেন, ‘চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বছর বয়সী পাঁচ জন অবস্থান করছিল। ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে তারা। কোনো কারণে ছাদ থেকে তারা পড়ে গিয়ে টেনে কাটা পড়ে মৃত্যু হয়।’ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে এবং মৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট