সোমবার সকাল ৬টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানায়, রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দেওয়া হয়। সকাল পৌনে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এসআই শহিদুল্লা বলেন, ‘চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বছর বয়সী পাঁচ জন অবস্থান করছিল। ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে তারা। কোনো কারণে ছাদ থেকে তারা পড়ে গিয়ে টেনে কাটা পড়ে মৃত্যু হয়।’ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে এবং মৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।