1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, আহত ৪ শিক্ষার্থী

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ আল শামী (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন শিক্ষার্থী। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার মুখইর মোড়ের পাশে।

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল শামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী এবং আহত হয়েছেন নিহত শাফীর ছোট ভাই শাফিন হোসেন (১৫), জনৈক শাহীনের ছেলে ফারহান সাদিক (১৫), মাসুদের ছেলে রায়হান (১৫) তাপস সরদারের ছেলে (১৫)। তারা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল শামী তার ছোট ভাইসহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে টুরে যায়। সেখান থেকে ফেরার সময় নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ের পাশে পৌঁছালে রাস্তা ভাঙ্গা থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পরে যায়। রাস্তার নিচে গাড়িটি উলটে গিয়ে সেখানেই তার মৃত্যু হয় এবং তার ছোট ভাইসহ অন্যরা আহত হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি যেহেতু একটি দূর্ঘটনা সেহেতু আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট