নওগাঁর মহাদেবপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. রবিউল ইসলাম (১৮) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরের মডেল স্কুল মোড়ে নিজাম হোসেনের কাঠ ফার্নিচারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রবিউল ইসলাম পার্শ্ববর্তী মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর (সতীহাট) গ্রামের ইমাজ প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে নিজামের কাঠ ফার্নিচারের কর্মচারী রবিউল তার ব্যবহৃত মোবাইল ফোন চার্জ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়। এ সময় তার মাথায় আঘাত লেগে রক্তাত্ব জখম হয়ে সেখানেই মৃত্যুবরণ করে। তার হাতের কয়েক জায়গায় পোড়া দাগ রয়েছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত