নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পরে মোঃ ছাব্বির দেওয়ান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে আখেরা মোড়ের পার্শে জনৈক জব্বার হাজীর মুরগীর ফার্মে।
নিহত ছাব্বির দেওয়ান উপজেলার সফাপুর গ্রামের কারী মুজাম্মেল হকের ছেলে।
নিহতের প্রতিবেশী চাচা মিজানুর রহমান বলেন, ছাব্বির দেওয়ান দরিদ্র পরিবারের সন্তান জীবিকার তাগিদে সে ইলেক্ট্রিক্যাল কাজ করে। প্রতিদিনের মতো জব্বার হাজীর মুরগীর ফার্মে পানি সাপ্লাই এর কাজ করার সময় পানির ট্যাংকের মুখ খোলার সময় পানির ধাক্কায় তিনতলা ওই ফার্মের ছাঁদ থেকে মাটিতে পরে যায়। এতে তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এইচ এম নাজমুল হুদা বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত