1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে বিয়ে ছাড়াই কিশোরীর সন্তান প্রসব নিয়ে এরাকায় তোলপাড়

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর আধাইপুর গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীর সন্তান প্রসব নিয়ে এলাকায় তোলপাড় চলছে। পরিবারের অভিযোগ ধর্ষণ।

অভিযোগ উঠেছে, ওই গ্রামের দেলোয়ার হোসেন নামে এক যুবক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ভুক্তভোগী ওই কিশোরীর মা জানান, তিনি অসুস্থ হওয়ায় ঐ ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা করে। তিনি অপারেশন করে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মেয়কে বাড়ীতে রেখে যায়। তার স্বামীর অনুপস্থিতিতে দেলোয়ার তার মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। তিনি আরো জানান গত কয়েক দিন আগে তার মেয়ে বমি করতে থাকে অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করানোর পড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান তার মেয়ে ৮ মাসের বেশি গর্ভবতী। তার মেয়ের শরীরের অবস্থা খারাপ হলে বগুড়া টিএমএসএস মেডিকেলে ভর্তি করলে ডাক্তারের পরামর্শে গত ২৪ শে ডিসেম্বর/২৪ ইং তারিখে সিজার করা হয়। এদিকে কিশোরীর সন্তান প্রসবের ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

অভিযোগের ব্যাপারে জানতে দেলোয়ারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন জানান, ধর্ষণের অভিযোগ সঠিক নয়। যদি দুইজনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে যেকোনো রায় তারা মেনে নেবে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি শাহাজাহান আলী বলেন, অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ নিয়ে আসেনি। যদি পরিবারটি আইনি সহায়তা চায় তাহলে তাদের উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট