1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুর ছাতড়া হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া কোরবানির পশুহাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় ইজাদারকে ৪০ হাজার ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা ফি নেওয়ায় দুই ব্যাক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুন)সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসের নেতৃত্বে হাট চলাকালীন সময় বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, ছাতড়া পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারদারের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লাইসেন্সবিহীন ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা করে ( প্রাণিসম্পদ বিভাগ ফ্রি পরীক্ষার ব্যবস্থা রেখেছে) অবৈধভাবে টাকা নেয়ায় ২ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত