1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

দোহাজারীতে পৌর প্রশাসকের শীতার্ত মানুষের মাঝে রাতে কম্বল বিতরন।

জমির উদ্দিন স্টাফ রির্পোটার, চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

দক্ষিণ চট্রলায় দোহাজারী পৌরসভা এলাকায় গত ২৬শে জানুয়ারী,২৫ রোজ রবিবার রাতে শীতার্ত, অধিকার বঞ্চিত গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে সুরত আলী মাস্টার বাড়ি স্টেশন রোড সহ আশপাশ এলাকায় পৌর প্রশাসক কম্বল বিতরণ করেছে বলে জানা গেছে।
গ্রামের মানুষের মাঝে দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং মানবতার কল্যানে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পৌরসভা প্রশাসক ডিপ্লুমেসি চাকমা । অসহায় মানুষের প্রতি তার এই মানবিক সহযোগিতা মানব কল্যানে এক মাইল ফলক দৃষ্টান্ত স্হাপন করেন। প্রথিমধ্যে স্হানীয়,জনগনে সাথে কৌশল বিনিময় করেন। স্হানীয় জনগনের কথা পৌরসভার প্রশাসক শুনেন। তিনি আশ্বাস্ত করেন,এলাকার বা পাড়ায় ষ্ট্রীট- লাইট না থাকায় রাতে অন্ধকারের জনগনে সাধারণ চলাচলের ভোগান্তি শিকার হয়। যার সাধারণে কল্যানে পৌর প্রশাসক মহোদয় লাইট ব্যবস্তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । তিনি আরোও জানান জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য তার প্রশাসন দৃষ্টি রাখবে।
আপাময় জনসাধারণের আর্থিক এবং শারীরিক নিরাপত্তা যাথে বিঘ্নিত না হয়, সে জনয় তিনি বদ্ধপরিক, দক্ষিণ চট্টগ্রামের শস্য ভান্ডার হিসেবে খ্যাত এই দোহাহাজারীতে ০৭ নং ওয়ার্ডে

চাষাবাদের জন্য গভীর নলকুপ স্হাপনের প্রতয়ে প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেন৷

পৌর প্রশাসক কম্বল বিতরণের সময় অন্যান্যদের মধ্যে পৌরসভার হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইন্সেন পরিদর্শক বিধান বড়ুয়া, গ্রাম্য পুলিশ ইলিয়াস আলী বাচাসহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট