উপসম্পাদক পঞ্চগড়
সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বাংলা বান্দা স্থলবন্দর দিয়ে ভারত-নেপাল ভুটান থেকে বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে সিএনএফ এজেন্ট আলম এন্টারপ্রাইজ এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন বাংলাবান্ধা স্থল বন্দরে আমদানি রপ্তানি আগের ন্যায় সচল আছে।
নেপাল ভুটান ও ভারত থেকে বাংলাদেশে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি হচ্ছে। ব্যবস্থাপক বাংলাবান্দা স্থলবন্দর মোঃ আবুল কালাম আজাদ জানান আজ ৫ এ মে পঞ্চগড় বাংলাবান্দা স্থলে বন্দর দিয়ে ১২০ টি ট্রাকে পণ্য আমদানি করা হয়েছে এবং ৪২ টি ট্রাকের পণ্য রপ্তানি করা হয়েছে। প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে বোল্ডার পাথর, মোলাচ্ছিস, মসুর ডাল, পিঁয়াজ, ও গমের ভুষি। এবং বর্তমানে ব্যাপকভাবে আলু রপ্তানি করা হচ্ছে, সেই সাথে জুট প্রাণের বিভিন্ন খাদ্য সমূহ, মেডিসিন, কটন রেক্স , ও গার্মেন্টসের সামগ্রী রপ্তানি করা হচ্ছে। তবে আমদানি ও রপ্তানি আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।