দিনাজপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর এর আয়োজনে ২৯ জানুয়ারি -২০২৫ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ঠ অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে পারলে আপনা আপনি সমস্যা দূর হয়ে যায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন , দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা সনাকের সভাপতি মোঃ হাবিবুল ইসলামের সভাপতিত্বে ও টিআইবির কো অডিনেটর মোঃ আতিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ ইসমাইল হোসেন , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান প্রমুখ।
উক্ত কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় প্রশাসন এবং সেবা দানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রজেক্টর এর মাধ্যমে এসডিজি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিআইবি র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত