1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

থানা পুলিশের উপর নরকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞের ফল ভোগ করছে জাতি!

মোঃ মিজানুর রহমান মিলন জেলা প্রতিনিধি গাইবান্ধা।
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পুলিশের মেরুদণ্ড ভেঙে দেয়ার পর দেশে আজও স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসেনি। উল্টো প্রতিনিয়ত ভয়াবহতার দিকে এগুচ্ছে দেশ। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি ক্ষমতা দেয়ার পরও দেশে আজ অরাজক পরিস্থিতি বিরাজ করছে। অথচ পুলিশ এই সময় তার পূর্ণশক্তি নিয়ে মাঠে থাকলে মারামারি চাঁদাবাজি, ঘুম খুন, চুরি ডাকাতি, হত্যা রাহাজানি, হামলা অগ্নিসংযোগ কিছুই হতোনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির এতো অবনতি ঘটতোনা। দেশের মানুষ অন্তত শান্তিতে বসবাস করতে পারতো। কিন্তু পুলিশের সেই মনোবল আর অবকাঠামো আগের মতো নেই। সবকিছু ধংস করে পুলিশ বাহিনীর কোমর ভেঙ্গে দেয়া হয়েছে। যেখানে পাড়া মহল্লা থেকে শুরু করে সারাদেশে পুলিশ বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করে রাখে তা অন্যকোন বাহিনীর দ্বারা সম্ভব নয়। দেশে অপরাধীদের আতঙ্ক পুলিশ এবং সাংবাদিক। এটা যতক্ষণ আপনারা ব্যাক্তিস্বার্থ এবং দলীয়স্বার্থের উর্ধ্বে উঠে দেশের স্বার্থ চিন্তা না করবেন, ততক্ষণ আপনাদের মাথায় ডুকবে না।

সবাই বলে পুলিশ ঘুষ খায়! আপনারা টাকার বিনিময়ে চাকরি দেয়া বন্ধ করুন। পুলিশ ঘুষ খাবে না। পুলিশে চাকরী নেয়ার সময় জমিজমা বিক্রি করে বা লোন তুলে যে অর্থ উৎকোষ হিসেবে নেন বড়কর্তা ব্যাক্তিরা! সেই অর্থ পুলিশ কত বছর চাকরি করার পর তুলতে পারবে একবার ভেবে দেখেছেন! তাদেরওতো সংসার, বউ-বাচ্চা, পরিবার পরিজন আছে। এরপর বলে পুলিশ সরকারের তাঁবেদারি করে! করবেই না কেন? পুলিশ বাহিনীকে এইভাবেই তৈরি করে রেখেছে দেশের আইন/সিস্টেম। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবে তারাই নিজেদের মত করে পুলিশকে ব্যবহার করবে। হুকুম না মানলে নির্যাতিত হতে হবে, বদলি হতে হবে, চাকরি থাকবেনা। আবার দলীয় সরকারের হুকুম মানলে বিরোধী দলের হাতে প্রতিনিয়ত গালি শুনতে হবে, মার খেতে হবে, পুড়িয়ে, নির্যাতন করে, নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে। জনগণের বন্ধু এই পুলিশকে কেন বার বার বলির পাঁঠা বানানো হবে!?

তাই সম্মানিত নীতিনির্ধারকগণের উদ্দেশ্যে বলছি, সবজায়গায় সংস্কার হচ্ছে! রাজনীতির উর্ধ্বে রেখে নির্দলীয় রাষ্ট্রপতির অধীনে পুলিশ বাহিনীকে নিরেপক্ষ একটি কমিশন করে দিন যাতে তারা ক্ষমতাসীন সরকারের হুকুমের গোলাম হতে না হয়। কারো তাঁবেদারি করতে না হয়। এরপর পুলিশে চাকরি দেয়ার সময় তাদের থেকে মোটা অংকের টাকা ঘুষ নেয়া বন্ধ করুন। দেখবেন পুলিশও দেশের জনগণকে সার্ভিস দিতে কোন উৎকোচ নেবে না। কোটায় নয় মেধায় চাকরি দিন। সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়ে জনগণের সেবায় পুলিশ বাহিনীকে নিয়োজিত করুন। তারপর পুলিশের এক্টিভিটিস দেখুন। দেখবেন পুলিশের প্রতি সাধারণ জনগণের কোন অভিযোগ থাকবে না। দেশ ও দেশের জনগণ সবাই শান্তিতে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট