1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

থানায় মামলা দায়ে পটিয়ার প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা সহ আহত- ৩

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড সিকদার বাড়িতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা সহ ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ এপ্রিল শুক্রবার সকাল ১১টায়। আহতরা হলেন, বৃদ্ধ মহিলা মজুনা বেগম( ৬০), রুজিনা আকতার( ৩৬), মো: ওবায়েদ খালেক (২১)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এর মধ্যে মজুনা বেগম ও রুজিনা আকতার এর অবস্থা আশংকাজনক হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে মজুনা বেগম এর অবস্থা আশংকাজনক। এ ঘটনায় শাহজাহানের
স্ত্রী রুজিনা আকতার বাদী হয়ে ৫ জনকে
এজাহার নামীয় এবং অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা নং ২৩/২৫ ইং দায়ে করে। মামলায় বিবাদীরা হলেন,একই এলাকার শাহ মনির, মো: রিপন, গোলাফুর রহমান, মো: আলমগীর, রিপন শীল।মামলার এজাহার সুএে জানা যায় দীর্ঘদিন বাড়ি বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালত নিষেধাজ্ঞা রয়েছে। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা গৃহ নির্মাণে কাজ করতে চাইলে বাদী পক্ষ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ বিবাদীগণ দেশীয় অস্ত্র শস্র সজ্জিত হয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুত্বর জখম করে। এছাড়াও গৃহবধু রুজিনা আকতার এর পরনের কাপড় ছিড়ে ফেলা শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি প্রতিপক্ষরা পটিয়া হাসপাতালের থেকে মজুনা বেগম ও রুজিনা আকতারকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পথে পুনরায় হামলা করেন বলে বাদী রুজিনা
আকতার জানান। বর্তমানে উক্ত হামলার ঘটনায় এলাকায় উক্তেজনা বিরাজ করছে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় থানা পৃথকভাবে দুটি মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত