ময়মনসিংহের তারাকান্দায় বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় এসআই নজরুল, এএসআই আরমান ও এএসআই শামীমসহ পুলিশের একটি টিম তার সাথে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিরা , জি.আর সাজাপ্রাপ্ত ১জন, সি.আর ওয়ারেন্টভুক্ত ৪ জন ও নিয়মিত মামলার আসামি ১জন। মোট ৬ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।