রাজশাহী জেলা পুলিশ সুপার, সাইফুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে গত ২২- জুন (শনিবার) তানোর থানা পুলিশ তানোর থানার বিভিন্ন এলাকায় অভিজান পরিচালনা করেন। তানোর, চিমনা গ্রামের সাইদুর রহমানের ছেলে, বাদশা হোসেন (২৪) কে ও গাল্লা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শুভ আহম্মেদ কে (৭৫) পঁচাত্তর লিটার অবৈধ মাদকদ্রব্য (দেশীয় চোলাইমদসহ) গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ওই অভিজানে (০৩) তিন মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত, (জিআর) সাজা পরোয়ানাভুক্ত (২৩) বছর যাবৎ পলাতক আসামী, অমৃতপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে, কামরুল ইসলাম কেও গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ২০১৮ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং ২৫, তারিখ ২২-জুন ও (৩) তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত (জি.আর) সাজাপরোয়ানাভুক্ত দীর্ঘ (২৩) বৎসর যাবৎ পলাতক আসামীসহ (০৩) জন আসামীকে গ্রেফতার পূর্বক ২২-জুন বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
তিনি আরও বলেন, তানোর থানা এলাকায় শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করনে, তানোর থানা পুলিশ অগ্রহণী ভূমীকা পালন করে আশছে।
তানোর এর সুশিক্ষিত ও সচেতন মহলের গুনিজনদের সার্বিক সহযোগীতায় তানোর থানা পুলিশ একটি সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ মুক্ত নিরাপদ তানাোর থানা প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত