গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইন নেওয়ার সময় প্যারাগন পোল্ট্রি কারখানার দেওয়াল ধসে একজন নিহত দুইজন গুরুতর আহত ঘটনা ঘটেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চার ঘন্টা উদ্ধার অভিযানের কাজ করেন।ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান সকালে গ্যাসের পাইপলাইন নেওয়া রিফাত এলোমোনিয়াম কারখানার শ্রমিকরা পাইপলাইন বসাতে শুরু করে। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোল্ট্রি কারখানার দেওয়াল ফেটে যায়। এঘটনায় নিরাপত্তা জন্য প্যারাগন ফ্যাক্টরির লোকজন ও স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত এলোমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ তা কর্ণপাত না করে কাজ চালিয়ে যান। এর কিছুক্ষণ পরেই রাস্তার পাশে থাকা প্যারাগন ফ্যাক্টরির বাউন্ডারি ওয়ালের নিচ থেকে মাটি ধসে
গিয়ে কারখানার বিশাল দেওয়াল নির্মাণ শ্রমিকের উপরে পড়ে যায়। স্থানীয়রা জানায়, তাৎক্ষণিক ৪ জনকে উদ্ধার করতে পারলেও আটকা পড়ে যায় আরো ২ জন। ফায়ার সার্ভিস বলছে, একজনের মৃতদেহ সনাক্ত করা হয়েছে, অপর একজনকে চিকিৎসায় নিতে হসপিটালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রিফাত এ্যালুমনিয়াম কারখানার কর্মকর্তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত