চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেভিল হান্ট অপারেশনে পৌরসভার মেয়রসহ ৯জনকে আটক করেছে যৌথ বাহিনী। নাচোল থানা সূত্রে জানাগেছে, গত বৃহস্প্রতিবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুকে গ্রেফতার করেছে। এছাড়া অন্যান্যরা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফিরোজ হাসান তারিফ, নাচোল সরকারী কলেজ শাখার সাধারন সম্পাদক আরিফ হোসেন, রনি আহম্মেদ ও শফিকুল ইসলাম। অপরদিকে, শুক্রবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নেজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিতাইচন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (ছোট রফিক), নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হককে গ্রেফতার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী।