"অধিকার, সমতা, ক্ষমতায়ন
নারী ও কন্যার উন্নয়ন"
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জে এক আলোচনা ও বর্ণাঢ্য র্যালি আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়।
ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত হয়ে শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক সকল শ্রমজীবি নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপাচার্য মহোদয়সহ উপস্থিত অন্যান্য বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা ও সুশৃঙ্খল জীবন যাপনে নারী ও পুরুষ উভয়ের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাকির হোসেন, সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম নাজমুস সাদাত, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন জনাব মোঃ আশেক আল আজিজ, বিজনেস অনুষদের ডিন ড. আকিম এম রহমান।
এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত