শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে প্রতিষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল সাহেবের মাতা বেগম কানিজ ফাতেমার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৫ মে, ২০২৫ (সোমবার) এক দোয়া মাহফিল এবং দুস্থ-অসহায়দের মাঝে খাবারের বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। তিঁনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমা'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতবাসের জন্য দোয়া করেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল তাঁর জন্মস্থান বাঁশগাড়ীতে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, তা দেশপ্রেমের এক অনন্য উদাহরণ।" এই মহতী উদ্যোগের সফল বাস্তবায়ণে উপাচার্য মহোদয় মহান আল্লাহর রহমত ও সাহায্য কামনা করেন। পাশাপাশি, তিনি এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিল শেষে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।এছাড়াও ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন-সহ অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি ডীন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত