মোঃ জাহিদ, ঝালকাঠি
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সূর্যমুখী (হাইসান ৩৬) প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২০২৪-২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী (হাইসান ৩৬) বাস্তবায়িত প্রদর্শনী উপলক্ষে মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লক নথুল্লাবাদ ইউনিয়ন পিরন্ড গ্রামে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঝালকাঠি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল এর কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম সিকদার ।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, মো: তরিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বরিশাল অঞ্চল এর মোঃ জাকির হোসেন তালুকদার, অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি ও মনিটরিং অফিসার অত্র প্রকল্প, বরিশাল অঞ্চল মোঃ ফরিদুজ্জামান,
উক্ত মাঠ দিবসে কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।