জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে (এমপি) এম এ মান্নান। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন জামিন তার মঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ। তিনি বলেন, ‘অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।’ উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। ওই মামলায় গত ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এম এ মান্নানের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি গ্রেপ্তার হলে তার মুক্তির দাবিতে সুনামগঞ্জ-৩ সংসদীয় এলাকার একাধিক স্থানে মানববন্ধন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত