সুবিধা বঞ্চিত ও এতিমদের নিয়ে জামালপুর
প্রেসক্লাবের দোয়া-ইফতার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে
আজ শনিবার ১৫ মার্চ সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর জামালপুর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর জেলা প্রতিনিধি লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য ড়লরাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, বাংলাদেশ জামাতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী আব্দুল আউয়াল।
ইফতার মাহফিলে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, আলেম ওলামা, সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও এতিমরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত