জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মো. আজিজুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাংগালকুর্শা এলাকায় জামালপুর -দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
নিহত আজিজুল হক ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী নতুনপাড়া গ্রামের মৃত জন্টি শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজুল হক তার ছেলে মো. আলী হোসেন (৩২) ও নাতনি আলেয়াকে (৭) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুরের দেউলাবাড়ী এলাকায় মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। যাত্রাপথে কাংগালকুর্শা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি চালবোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আজিজুল হক। গুরুতর আহত অবস্থায় ছেলে ও নাতনিকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর মুহূর্তেই মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও যানচলাচল স্বাভাবিক করে।
মেলান্দহ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠাই।”
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত