1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

জামালপুরে প্রতারণা চক্রের হোতা গ্রেফতার,

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি :
জামালপুরে ডিবি পুলিশের ভয় দেখিয়ে প্রতারণা ও ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে লাভলু (২৪) নামের যুবককে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। এতে জেলার সাধারণ নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এদিকে লাভলুর বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, এবং অর্থ আদায় চেষ্টার ধারায় মামলা দায়েরের পর রবিবার(৪ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দুপুর সাড়ে তিনটায় জনিয়েছেন ডিবির ওসি নাজমুস সাকিব।
ডিবি পুলিশ কার্যালয় সুত্রে জানা যায়, জেলার মেলান্দহ উপজেলার ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ছবিলাপুর গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে মো: আসলাম আহমেদকে ডিবি পুলিশের ভয়ভীতি দেখিয়ে আসছে একটি চক্র। লাভলু ও আলমগীর সহ ৫/৬ জন প্রতারক তাকে বলে যে, জামালপুর ডিবি অফিসের মাদক ব্যবসায়ীদের তালিকায় আসলামের নাম রয়েছে। এ ভয় দেখিয়ে আসলাম ও তার পিতা মোঃ ইয়াকুব আলীকে ভয়ভীতি প্রদর্শন করে প্রথমে ১,৫০,০০০/- টাকা এবং পরে ৩০,০০০/- টাকা দাবি করে। এদিকে বিষয়টি নিয়ে সম্প্রতি মো: আসলাম হাজরাবাড়ী এলাকার লাভলু (২৪) ও ছাড়াল কান্দি এলাকার আলমগীর(৩৫) এর নামে অজ্ঞাতনামা ৫/৬ আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো: নাজমুস সাকিবের সার্বিক তত্তাবধানে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো: আব্দুল্লাহ আল আজাদ-এর নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে নয়টায় জামালপুরের শেখেরভিটা ও ছাড়াল কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত লাভলুকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ইমু অ্যাকাউন্টের তথ্য, এবং কথিত মাদক ব্যবসায়ীদের তালিকার নকল কপি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব জানান, বিষয়টি জানার পর থেকেই আমরা সবাইকে সচেতন হওয়ার জন্য আহব্বান করেছি। প্রতারককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ কর হয়েছে। পুলিশ রিমান্ডের আবেদন করবে। অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, প্রতারণা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। যেকোনো সন্দেহজনক কার্যক্রমের তথ্য জানাতে জামালপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম ( ০১৩২০১০৬০৯৮) অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানান ডিবির ওসি ।

কথা হলে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা জানান, জামালপুর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এই ঘটনায় অভিযুক্তরা ডিবি পুলিশের নাম অপব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করছিল, যা সমাজে আতঙ্ক ও অবিশ্বাস সৃষ্টি করেছে। আমাদের গোয়েন্দা শাখার দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমরা জনগণকে আশ্বস্ত করছি, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। জনগণকে অনুরোধ করব, এ ধরনের প্রতারণার শিকার হলে অবিলম্বে নিকটস্থ থানা বা জেলা পুলিশের সাথে যোগাযোগ করুন। পুলিশ সুপার আরো বলেন, পুলিশ আপনার বন্ধু, শত্রু নয়। এই প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জনগণের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলের কাছে তথ্য প্রদানের আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট