মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি তাদের উপজেলা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং সমাজের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছে পার্টির নেতৃবৃন্দ।
পার্টির নেতারা জানান, তারা সবসময় অসহায় ও নির্যাতিত পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন এবং বদলগাছীর প্রতিটি মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে সহযোদ্ধা হিসেবে কাজ করবেন।
বর্তমানে জাতীয় নাগরিক পার্টির বদলগাছী উপজেলা কার্যালয় রুমি চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলার ২ নম্বর রুমে, বদলগাছী চার মাথা মোড়ে অবস্থিত।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আরও জানানো হয়, মানুষের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে গড়ে তোলা হবে।