ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
কিছুদিন আগে ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাও বৈসরন সবুজ উপত্যকায় পর্যটকদের উপর বর্বরোচিত আক্রমণে, নিহত হয় ছাব্বিশ জন পর্যটক।এই ঘটনার পর সারা বিশ্বের মানুষ নিন্দায় সরব হয়। এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে জঙ্গি সংগঠন ও তার মদদদাতাদের বিরুদ্ধে কড়া জবাব দিতে শুরু করলো অভিযান। গতকাল গভীর রাতে জম্মু কাশ্মীরের গভীর জঙ্গলে ঘেরা পুঞ্জ সেক্টর এলাকায় তল্লাশি চালিয়ে একটি জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতের সামরিক বাহিনীর সদস্যরা ও জম্মু কাশ্মীরের প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ বাহিনী। এমন ঘটনা র স্হল থেকে উদ্ধার হয়েছে তিন আই ডি এবং প্রচুর পরিমাণে আরডিক্স সহ মারণাস্ত্র এবং জঙ্গিদের কথাকপতন করার ওয়ারলেস নেটওয়ার্ক সেট ও পোশাক। সারা জম্মু কাশ্মীর উপত্যকায় চলছে জঙ্গি দমনে তল্লাশি। বর্তমানে জঙ্গিরা কোনঠাসা হয়ে পড়েছে। পালাবার সব পথ বন্ধ করে দিয়েছে ভারতের সীমান্ত বাহিনীর সদস্যরা। জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর অভিযান। অন্যদিকে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা যেকোনো মুহূর্তে জঙ্গি ও তার মদদদাতাদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাতে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।।