হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিখ্যাত সুদকুর সৈয়দ মিয়ার বাহিনীর যন্ত্রণা গ্রামে শরল সহজ অসহায় অনেক মানুষ আজ ঘর বাড়ি ছাড়তে হচ্ছে।
জানা যায়,২০ জনু ২০২৪ গোপনীয় প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান যে,আমাদের পাড়াপ্রতিবেশি হলেও সৈয়দ মিয়া সহ তার একটি অবৈধ মাদক পাচার সহ নানান অপকর্মের একটি বাহিনী আছে।সে মানুষ কে ভয়ভীতি প্রদর্শন করে লাভের টাকা কে আসল টাকা বানিয়ে কাগজ পত্র করে নে।আরো জানা যায়,মানুষ কে টাকা দেওয়ার সময় খালি কাগজে ট্যাম্প ও চেক পাতা নিয়ে সুদের উপর টাকা দিয়ে তার অবৈধ ব্যবসায় চলমান রাখে।এমনকি কোনো ব্যক্তি সুদের লাভ দিতে ব্যর্থ হলে ঐ টাকা কে মূল টাকা করে কাগজ করতে চাপাচাপি করে এমনকি কাগজ না দিলে মানুষ কে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
গ্রামের অসহায় সরল সহজ গরীব মানুষের সঙ্গে এমন খারাপ কাজ এবং এই সুদের রমরমা ব্যবসা করে চলে তার অবৈধ জীবন।
উল্লেখীত সুদের রমরমা ব্যবসা সিন্ডিকেট ও তার অন্যতম বাহিনীর সঙ্গে জড়িত চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের ফুল মিয়ার পুত্র সৈয়দ মিয়া,ফুলু মিয়ার পুত্র আশিক মিয়া,অহিদ মিয়া এছাড়া মহিলা সিন্ডিকেট ফজিয়া খাতুন ও শালম মিয়া সহ অসংখ্য জন।