1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

চার দিনের চীন সফর শেষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশের পথে যাত্রা করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

চার দিনের চীন সফর শেষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশের পথে যাত্রা করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সময় দিতে সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। চীনের রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, ওনার এখানে (বেইজিং) রাতযাপন করার কথা ছিল। এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট