1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

‘স্নায়ু বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। প্রধান অতিথি বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে সবাইকে থাকার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এ.কে.এম সাহাব উদ্দীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আম্বিয়া খাতুন মিলি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ ফিরোজ কবির।
এছাড়া আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত