চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক মামলার আদালতে একজন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে মাহিদুল ইসলাম নামে একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রাম থেকে আটক করা হয়। সে ওই গ্রামেন এনামুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গোমস্তাপুর উপজেলার জাহিদনগর গ্রামের এনামুল হকের ছেলে মাহিদুল ইসলামকে মাদক মামলায় এক বছরের সাজা ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আদালত কতৃর্ক গ্রেফতারি পরোয়ানা জারি হলে শুক্রবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, শনিবার দুপুরে ওই সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত