শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১লা মে) সকালে রহনপুর পৌর ও গোমস্তাপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর নুনগোলা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি ও ৪৪চাপাইনবাবগঞ্জ -২ আসনের জামাত মনোনীত প্রার্থী ডঃ মিজানুর রহমান,গোমস্তাপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আনসারুল হক মাস্টার, রহনপুর পৌর জামাত মনোনীত মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শহিদুল ইসলাম, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাব্লু,রহনপুর পৌর সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাদল আলী সহ আরো অন্যরা।