চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটি উল্টে ইব্রাহিম (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বোয়ালিয়া-চৌডালা সড়কের গৌরীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মারফত আলীর ছেলে।
পুলিশ জানায়,বুধবার দুপুরে সে সোনাইচন্ডী হাটে যাবার উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়ার জন্য তার বাড়ি সামনের রাস্তায় গরুভর্তি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে সে ওই ভুটভুটির নিচে চাপা পড়ে মারা যায়।
এই বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত